• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজকে নোটিশ না দিয়েই আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত নাটোর জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ফোর্স কমিটির নেতৃত্বে রুহুল- সৌরভ পাঁচবিবিতে শহীদ শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন ইউসিআইসিএস ২০২৬ এর সমাপনী রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের নতুন কমিটি ঘোষণা রাজশাহীতে লংকাবাংলা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ বিজিবির অভিযানে ১০২০ পিস ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ বেগম খালেদ জিয়া জীবন দিয়ে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে গেছেন: মিলন শিক্ষকদের কোচিং বাণিজ্য নির্দেশনা মানছে না রাজশাহী বিভাগের কোন শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহীতে এলপিজি সংকটে বন্ধ হচ্ছে হোটেল-রেস্তোরাঁ
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

মোহনপুরে বাড়িতে হামলা-ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

Advertisements

রাজশাহীর মোহনপুর উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে বাড়িতে হামলা চালিয়ে বাড়ির জিনিসপত্র ভাংচুর, মারপিটের পর নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার লুটপাটের অভিযোগ উঠেছে। এমন ঘটনা ঘটছে উপজেলার মৌপাড়া মিরপাড়া গ্রামে।

এ ঘটনায় বাড়ির মালিক জয়েন মোল্লা বাদি হয়ে নারী-পুরুষসহ ১৩ জনকে আসামি করে রাজশাহী বিজ্ঞ মোহনপুর থানার আমলী আদালতে মামলা দায়ের করেছেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার  মৌগাছি ইউনিয়নের মৌপাড়া মিরপাড়া গ্রামের উক্ত  মামলার পাঁচ নম্বর আসামি জয়নাল হোসেনের বাবা আব্দুল জলিল সরদারের  কাছে গ্রাম্য সমিতির পাওনাকৃত ৫০ হাজার টাকা চান জয়লান মোল্লা। টাকা চাওয়াকে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার জের গত ২৬ মার্চ বিকেল সাড়ে ৫ টার সময় মৌপাড়া মিরপাড়া গ্রামের রুবেল সরদার, হাসান সরদার, হৃদয় হোসেন, মাসুম হোসেন, জয়লাল হোসেন, নাদিম হোসেন, মো: আলি, জাহিদ হোসেন, পলক হোসেন, শফিকুল ইসলাম, ইসমাইল হোসেন, আলেয়া বেগম ও মর্জিনা বেগম মিলে হাতে ধারালো হাঁসুয়া, লোহাড় রড, শাবল, হাতুড়ি, বাঁশে লাঠি, দা নিয়ে একই গ্রামের জয়নাল মোল্লার বাড়িতে হামলা চালায়।

হামলাকারিরা বাড়ির মেইন গেটের দরজা,শয়ন কক্ষের দরজা, জালনা, টিন ভাংচুর করতে থাকে। ওই সময় বাঁধা দিতে গেলে হমলাকারিরা জয়লান মোল্লা ছেলে আজিজুল ইসলামকে ব্যাপক মারপিট করে আহত করে। হামকারিরা নগদ ১ লাখ ২০ হাজার টাকা, ১৩ আনা ওজনের স্বর্ণের গহনা চুরি  করে নিয়ে যায়। এ সময় তারা বাড়িঘরে ভাঙচুর চালায়।’

মোহনপুর থানায় ফোন করার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত জয়লান মোল্লাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান এবং ছেলে আজিজুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
মামলার বাদি জয়েন মোল্লা বলেন, আদালতে মামলা দায়ের পর থেকে তিনি তার পরিবার পরিজন নিয়ে চরম  আতংকের মধ্যে রয়েছেন।


আরো খবর