রাজশাহী কলেজ বিজনেস ক্লাব (আরসিবিসি) এর ২০২৫–২০২৬ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা ও সাবেক অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি ) বেলা ১১টায় রাজশাহী কলেজের হাজী মোহাম্মদ মহসিন ভবনে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে কলেজ উপাধ্যক্ষ প্রফেসর আবু মো. ইউনুছ আলী ৪৭ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাসিবুল হাসান রাফি এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুর রহমান বিদ্যুৎ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি রিফাত হোসেন, শাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুহতাসিম ফুয়াদ ওয়াসি, সৈকত বর্মন ও ফাতিমা, অর্থ সম্পাদক হাবিবুল্লাহ ওমোসা, আনজুমান আরা আঁখি, সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন, হাসান হোসাইন সাকিব, নিশাত তাসনিম ও ফারদিন খন্দকার, কমিউনিকেশন সেক্রেটারি নয়ন হোসাইন, শেখ মেরাজ, খাইরুন নেছা জুই ও রাইয়ান শাহরিয়ার নুহান।
অফিস সেক্রেটারি শ্রাবণী আক্তার শিখা, মিম ও জাকির হোসেন, স্টুডেন্ট সেক্রেটারি আল শাহরিয়ার, মাহমুদা সিদ্দিকা মুনিয়া ও ইষা আল আনোয়ার, আইটি সেক্রেটারি তামিম, জুনাইদ ইসলাম ও রোকসানা জামান রাফিউ। ইভেন্ট সেক্রেটারি মুহতারিমা মিম, শেখ রিফাতুল ইসলাম রাতুল, ইভা আরোহি ইলমা ও হামিম উজ জামান, মিডিয়া অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি শিবলী আহমেদ, আবু রায়হান ও নাবিলা রহমান। কালচারাল অ্যান্ড গেমস সেক্রেটারি এস এম যুবাইর ও সৈয়দা শাম ফারজানা নাহার।
এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন, ইমরুল হাসান, নাহিদুল ইসলাম, ঈশিতা জাহান, আব্দুল কাফি, আফিফ মুহিব্বুল্লাহ, ইফতেখারুল আহসান ইফতি, আহসান হাবিব খান, শান্ত সরকার, জেরিন তাসনিম নোভা, ইয়াসির আরাফাত ও শ্রী অংকন কুমার মহান্ত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের প্রধান উপদেষ্টা প্রফেসর গোলাম রাব্বানী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর প্রফেসর মু. যহুর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আবু মো. ইউনুছ আলী এবং শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. সেরাজ উদ্দীন।
কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের বক্তব্যে রাজশাহী কলেজ বিজনেস ক্লাবকে দক্ষতা উন্নয়ন ও বাস্তবভিত্তিক কার্যক্রমের মাধ্যমে আরও গতিশীল করার আশা ব্যক্ত করেন।