রাজশাহীতে লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়, দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার নগরীর কাশিয়াডাঙ্গা কলেজ প্রাঙ্গণে লংকাবাংলা ফাইনান্স পিএলসি, রাজশাহী শাখার আয়োজনে এই মানবিক কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাশিয়াডাঙ্গা কলেজের অধ্যক্ষ আবদুল করিম শাহ্। এ সময় লংকাবাংলা ফাইনান্স রাজশাহী শাখার ব্যবস্থাপক সেলিম রেজাসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে কর্মসূচিটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। লংকাবাংলা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শীতবস্ত্র বিতরণ কর্মসূচির মাধ্যমে শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবের পাশাপাশি মানবিক সহানুভূতির বার্তা সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়ার প্রয়াস নেওয়া হয়েছে। শীতার্ত মানুষের মুখে হাসি ফোটানো এবং তাদের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।
এ ধরনের কার্যক্রমের মাধ্যমে লংকাবাংলা ফাউন্ডেশন একটি মানবিক, সহানুভূতিশীল ও দায়িত্বশীল কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে সমাজের প্রতি নিজেদের দায়বদ্ধতাকে আরও সুদৃঢ় করছে। লংকাবাংলা ফাউন্ডেশন ভবিষ্যতেও দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।