রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শাহমখদুম ও পবা থানা পুলিশ ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত সেলিম রেজা (৪০) শাহমখদুম থানার বড়বনগ্রাম নামাপাড়া গ্রামের মৃত তামিজ উদ্দিনের ছেলে ও মুনসুর রহমান (৪২) পবা থানার দাদপুর পশ্চিমপাড়া মৃত সুবাহানের ছেলে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, মঙ্গলবার পরিচালিত অভিযানে ৭৬৫ গ্রাম গাঁজা ও ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। মঙ্গলবার বিকেল আনুমানিক ৫টার দিকে আরএমপির শাহমখদুম থানার টিম শাহমখদুম থানাধীন বেলুন চত্বর মোড়ে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে বড়বনগ্রাম নামাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানরত সেলিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় অপর আসামি বড়বনগ্রাম নামাপাড়ার সাদেক ফকিরের ছেলে বাবু কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত সেলিমের দেহ তল্লাশি করে ৫ পুরিয়ায় মোট ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া সেলিমের দেওয়া তথ্য অনুযায়ী পলাতক আসামি বাবুর বসত বাড়িতে তল্লাশি চালিয়ে বস্তার মধ্যে পলিব্যাগে রাখা ৭৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অপরদিকে একই তারিখ রাত সাড়ে ১০টার দিকে আরএমপির পবা থানার টিম পবা থানার নওহাটা সাহপাড়া মোড়ে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে একই থানার দাদপুর গ্রামে মুনসুরের বসত বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করাকালে মুনসুরকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক বিক্রির উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য নিজ নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।