রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংগীত বিভাগের গবেষণামূলক জার্নাল ‘রিসার্চ জার্নাল অব মিউজিক (Research Journal of Music)-এর সপ্তম সংখ্যা প্রকাশিত হয়েছে। বুধবার সকালে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মাঈন উদ্দীন এই জার্নালের মোড়ক উন্মোচন করেন।
এসময় সংগীত বিভাগে সভাপতি প্রফেসর সনজিদা মইদ, প্রফেসর অসিত রায়, প্রফেসর পদ্মিনী দে, ড. সোনিয়া শারমিন খান, ড. দোলন সরকার, ড. মাহফুজা খাতুন ও আলমগীর পারভেজ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, জার্নালটির বর্তমান সংখ্যায় সংশ্লিষ্ট বিষয়ের ১২টি গবেষণামূলক প্রবন্ধ স্থান পেয়েছে। এটি একটি Peer Reviewed Journal।