বগুড়ার আদমদীঘি উপজেলার কারিগরি কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন সান্তাহার কারিগরি কলেজের জ্যেষ্ট প্রভাষক (ব্যবস্থাপনা) তোফায়েল হোসেন লিটন। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে মাধ্যমিক শিক্ষা অফিস এই শ্রেষ্ঠত্ব ফলাফল ঘোষণা করেন। তোফায়েল হোসেন লিটন প্রায় ২ যুগ ধরে ওই প্রতিষ্ঠানে শিক্ষকতা করে আসছেন। তিনি শিক্ষকদের তৈরী একমাত্র ওয়েব পোর্টাল প্লাটফরম শিক্ষক বাতায়নের সক্রিয় সদস্য ।
তার নিজের তৈরী বিষয় ভিত্তিক ২৫টি কনটেন্ট শিক্ষক বাতায়ন প্রেজেন্টেশন পেজে আপলোড, ই-লার্নিং মুক্ত পাঠ প্রত্যয়িত এ টু আই প্রোগ্রামের আওতায় আইসিটি বিভাগের তত্বাবধানে পরিচালিত মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর প্রোগ্রাম এর আওতায় শ্রেণী ব্যবস্থাপনা কৌশল, মাল্টিমিডিয়া ক্লাশ রুম মনিটরিং অ্যান্ড মেন্টরিং, এম এম সি ডি কোর্স সহ ৪৪ কোর্স সম্পন্ন করেছেন। তিনি অত্র উপজেলায় কারিগরি কলেজ পর্যায়ের ওঈঞ৪ঊ বগুড়া জেলা শিক্ষক অ্যাম্বেসেডর হিসেবে নিয়োজিত আছেন। উল্লেখ্য, তিনি ২০২২ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।