জমকালো আয়োজনে রাজশাহী মেডিকেল কলেজে শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী নানা আয়োজনে এ দিবস উদযাপন করা হয়।
আয়োজনের অংশ হিসেবে এদিন র্যালী, পিঠা উৎসব, সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষক বিদায় অনুষ্ঠিত হয়।
সকালে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. ফয়সল আলম খন্দকার।
বিশেষ অতিথি ছিলেম রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ উল ইসলাম, রাজশাহী রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি শামীম আহমেদ, ড্যাব রাজশাহীর সভাপতি প্রফেসর ডা. ওয়াসিম হোসেন, প্রফেসর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামেক শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ডা. আজিজুল হক আজাদ।
অনুষ্ঠান সঞ্চালনা ডা. এম মোর্শেদ জামান মিয়া। স্বাগত বক্তব্য দেন প্রফেসর ডা. মনোয়ার তারিক সাবু।