চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খননের অভিযোগে তাজামুল হক নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে দাইপুকুরিয়া ইউনিয়নের নরসিংহপুর ইংলিশ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। সেখানে দেখা যায়, কিছু অসাধু ব্যক্তি ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন করে মাটি উত্তোলন করছে। এতে কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশ ও কৃষি উৎপাদনের ওপর মারাত্মক প্রভাব পড়ছে। অভিযানকালে অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাজামুল হককে আটক করা হয়।
প্রাথমিক প্রমাণের ভিত্তিতে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি মাটি উত্তোলনে ব্যবহৃত দুটি ব্যাটারি জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ জানান, কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খনন বা মাটি কাটার কারণে জমির স্বাভাবিক ব্যবহার ব্যাহত হয় এবং কৃষি উৎপাদন হুমকির মুখে পড়ে। এ ধরনের অপরাধ দমনে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, ভবিষ্যতে কেউ এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।