পুঠিয়া পৌরসভায় প্রতিদিনই বিভিন্ন ওয়ার্ডে চলছে গণভোটের প্রচার-প্রচারণা। এছাড়াও জুমার নামাজের খুতবা শেষে ইমামের সহযোগিতায় মসজিদেও চলছে গণভোটের প্রচার। শুক্রবার জুম্মার নামাজের শেষে নামাজে আগত মুসল্লিদের মাঝে গণভোটের লিফলেট বিতরণ করা হয়।
এছাড়াও প্রতিদিন পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে শীতবস্ত্র নিতে আসা সাধারণ মানুষদের ও গণভোটের বিষয়ে একটি সুনির্দিষ্ট ধারণা দিচ্ছেন এবং সেই সাথে লিফলেট বিতরণ করছেন পৌরসভা প্রশাসক। তার এই কাজের সার্বিক সহযোগিতা করছেন পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে সকাল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পুঠিয়া পৌর প্রশাসক শিবু দাস বলেন, সাধারণ মানুষকে গণভোট সম্পর্কে সঠিক ধারণা দেওয়া আমাদের লক্ষ্য। সেই সাথে দেশের সাধারণ জনগণ গণভোট দ্বারা কি কি পরিবর্তন হচ্ছে তা যদি না জানে তাহলে এই গণভোটের কোন মূল্যই থাকেনা। সেজন্য আমরা প্রতিদিনই বিভিন্ন স্থানে গণভোট সম্পর্কে সাধারণ নাগরিকদের একটি সুনির্দিষ্ট ধারণা প্রদান করছি। আমাদের এই গণভোট সম্পর্কে প্রচার প্রচারণা ভোট পর্যন্ত চলমান থাকবে।