নওগাঁর নিয়ামতপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নওগাঁ-১ (নিয়ামতপুর,পোরশা ও সাপাহার) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম। শুক্রবার বেলা সাড়ে ১০টায় উপজেলা সদরে অবস্থিত দলীয় কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়ামতপুর উপজেলা শাখার উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা জামায়াতের আমির আফজাল হোসেন। সঞ্চালনা করেন উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও নওগাঁ জেলা বার অ্যাসোসিয়েশন এর নির্বাহী সদস্য এস এম জোবায়ের। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নওগাঁ জেলা শাখার কর্ম পরিষদের অন্যতম সদস্য নওশাদ আলী।
মতবিনিময়কালে অধ্যক্ষ মাহবুবুল আলম বলেন, নওগাঁ-১ আসনের সাপাহার, পোরশা ও নিয়ামতপুর এই তিন উপজেলাকে বৈষম্যহীন, কল্যাণকর ও টেকসই উন্নয়নের মডেল সংসদীয় আসনে রূপান্তর করতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার প্রশংসা করে তিনি আগামীতেও সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। মতবিনিময় সভায় দলের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।