চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার আজমতপুর সীমান্তে অভিযান চালিয়ে ২টি বিদেশি ওয়ান শুটার গান এবং ৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে শাহাবাজপুর ইউনিয়নের উনিশবিঘা গ্রামের একটি আমবাগান থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় এক প্রেস ব্রিফিং এ মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে সন্ত্রাসীরা সীমান্ত দিয়ে অস্ত্র ও গোলাবারুদ পাচার করতে পাওে এমন তথ্যের ভিত্তিতে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছিল। তথ্যের ভিত্তিতে আজমতপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়।
উল্লেখ্য, মহানন্দা ব্যাটালিয়ন গত ৬ মাসে ৬টি বিদেশি অস্ত্র, ১২ রাউন্ড গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করেছে। এ ছাড়া গত ৩ বছরে এই ব্যাটালিয়ন ১৫ জন আসামিসহ মোট ৩৩টি পিস্তল, ৩৯৮ রাউন্ড গুলি এবং ৪১টি ম্যাগাজিন জব্দ করতে সক্ষম হয়েছে।