• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে বিজিবি কর্তৃক গার্ড অব অনার প্রদান

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে বিজিবি কর্তৃক গার্ড অব অনার প্রদান
বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে বিজিবি কর্তৃক গার্ড অব অনার প্রদান

Advertisements

বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য হাবিলদার সহকারী আব্দুস সালাম বুধবার ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৭৫ বছর। তিনি বার্ধক্য জনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মরহুম আব্দুস সালাম নওগাঁ জেলার নওগাঁ সদর উপজেলার বক্তারপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

তবে তিনি রাজশাহী শহরের বোয়ালিয়া থানাধীন ঘোড়ামারা পোস্ট অফিস এলাকার বল্লভগঞ্জ গ্রামে অবস্থিত নিজ বাসায় অবস্থানকালে মৃত্যুবরণ করেন। রাষ্ট্রের সূর্যসন্তান ও মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর পক্ষ থেকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর চৌকস সদস্যদের মাধ্যমে মরহুম বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। বিজিবি কর্তৃপক্ষ মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।


আরো খবর