বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক এই আহ্বানে নওগাঁর পত্নীতলায় ১৪ বিজিবির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার ১৪ বিজিবির সদরে স্থানীয় শীতার্ত বিধবা,বৃদ্ধ নারী ও পুরুষ এবং অটিস্টিক, এতিম শিশুসহ দুস্থ ১০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মামুন, এবং সুবেদার মেজর লাল মিয়া। পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মামুন বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের যে কোন দূর্যোগময় মূহূর্তে দেশ ও দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও বিজিবর এই মানব সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।