বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির পৃথক দুটি অভিযানে ২৪ বোতল সিরাপ,৭ বোতল মদ ও ২শ পিস ট্যাবলেট জব্দ করা হয়েছে। সোমবার ভোররাতে দামকুড়া থানার সোনাইকান্দি এলাকা ও চারঘাট মডেল থানার চন্দনশহর এলাকায় এসব জব্দ করা হয়। বিজিবির অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনায় করে সোনাইকান্দি এলাকার পদ্মা নদীর চরে ঝাউবনের মধ্যে তল্লাশি করে ২৪ বোতল সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত মালামাল দামকুড়া থানায় জমা দেওয়া হয়েছে। অপরদিকে, একই দিন ভোর সাড়ে ৩টার মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দুইজন মাদকে ধরার চেষ্টা করলে ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগ থেকে ৭ বোতল মদ ও ২শ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।