• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নবনিযুক্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে শুভেচ্ছা জানাল আরসিআরইউ

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
নবনিযুক্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে শুভেচ্ছা জানাল আরসিআরইউ
নবনিযুক্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে শুভেচ্ছা জানাল আরসিআরইউ

Advertisements

রাজশাহী কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. ইব্রাহিম আলী ও নবনিযুক্ত উপাধ্যক্ষ অধ্যাপক আবু ইউনুছ আলীকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে স্বাগত জানিয়েছে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) সদস্যবৃন্দ। সোমবার দুপুর ২ টার দিকে রাজশাহী কলেজ অধ্যক্ষের কার্যালয়ে উক্ত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

শুভেচ্ছা বিনিময়কালীন সময়ে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির শিক্ষক উপদেষ্টা ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, আরসিআরইউ সভাপতি আবু সাঈদ রনি, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক জুল ইকরাম ফেরদৌস ইবতিদা, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক আল সাকিব, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন, তথ্য ও প্রচার সম্পাদক মুজাহিদুল ইসলাম সহ অন্যান্য সদস্য ও সহযোগী সদস্যরা নবনিযুক্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষ সাথে শুভেচ্ছা বিনিময় করেন। রাজশাহী কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. ইব্রাহিম আলী ইতোপূর্বে কলেজটির উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

নবনিযুক্ত অধ্যক্ষের নিপুণ দক্ষতা, বিচক্ষণতা এবং সুদৃঢ় নেতৃত্বগুণে ভরপুর অভিভাকত্বে রাজশাহী কলেজ অদূর ভবিষ্যতে সামগ্রিকভাবে সমৃদ্ধ হয়ে উঠবে এমনটাই প্রত্যাশা জ্ঞাপন করছেন আরসিআরইউ’র সদস্যবৃন্দ।


আরো খবর