রাজশাহীর বাঘায় বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের প্রথম নারি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার আত্নার শান্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৪টায় বাউসা ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠনের আয়োজনে বাউসা বাজার ঈদগাহ মাঠে এই দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাউসা বিএনপির সভাপতি সুপারিনটেনডেন্ট রেজাউল করিম।
সভায় ইউনিয়ন যুব ছাত্রদলের সাবেক সভাপতি এনামুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু, জেলা ছাত্রদলের আহবায়ক সালাউদ্দিন আহম্মেদ শামীম সরকার, বাউসা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক একার উদ্দিন মাষ্টার, আড়ানী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ বিল্টু বিশিষ্টি সমাজসেবক মুঞ্জুরুল মাহমুদ সরকার উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক নবাব আলী।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা ও ইউনিয়নের সকল ওয়াড়র্ের সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতাকর্মিরা।
শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের যুগ্ন সম্পাদক হাফেজ মাসুদ রানা।