বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অভিযানে ৩শ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১০ টার দিকে মতিহার থানার পদ্মা নদীর ফুলতলাঘাট এলাকায় এসব জব্দ করা হয়। বিজিবির অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বিজিবির সদস্যরা ফুলতলাঘাট সংলগ্ন আমবাগানে ছদ্মবেশে অবস্থান নেয়। সন্দেহজনক লোকজনের বিজিবির উপস্থিতি বুঝতে পেরে তাদের কাছে থাকা মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি করে অবস্থায় ৩’শ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।