• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

তাহফিযুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার পাগড়ী প্রদান ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
তাহফিযুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার পাগড়ী প্রদান ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
তাহফিযুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার পাগড়ী প্রদান ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

Advertisements

রাজশাহীতে তাহফিযুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার পাগড়ী প্রদান উপলক্ষে মাদ্রাসার পঞ্চম বার্ষিকী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি ) আসর থেকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন সপুরা এলাকায় আটকোষী হাজী কশিমুদ্দিন ঈদগাহ ময়দানে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন আটকোষী হাজী কশিমুদ্দিন ঈদগাহ কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেন দুলাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী রাজশাহীর মোঃ আবুল কালাম আজাদ।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দরগাপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মোঃ মোস্তাফিজুর রহমান কাসেমী।

মাহফিলের প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন রাজশাহীর মারকাজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার পরিচালক মুফতি রশিদ আহমাদ ফারুকী (নওগাঁ)। দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহীর সিলিন্দা বটতলা জামে মসজিদ ইমাম ও খতিব পিরজাদা মুফতি মোঃ নাজমুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মোঃ আনসার আলী, সেক্রেটারি মোঃ শহিদুল আলম তপন, বিশিষ্ট সমাজসেবক মোঃ শাকিলুর রহমান রনি, মোঃ হাসান আলী, মোঃ আনসারুল হক ও মোঃ নয়ন শেখ।

মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পুরো ওয়াজ ও দোয়া মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন তাহফিযুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার কর্তৃপক্ষ।


আরো খবর