• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বই উপহার দিয়ে ভালো মানুষ হওয়ার আহবান

নিয়ামতপুর প্রতিনিধি
সর্বশেষ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
বই উপহার দিয়ে ভালো মানুষ হওয়ার আহবান
বই উপহার দিয়ে ভালো মানুষ হওয়ার আহবান

Advertisements

শিক্ষার্থীদের মাঝে পিনপতন নীরবতা। চোখে মুখে আগ্রহ আর মনে কৌতূহল। কার নাম যে প্রথমে ঘোষণা হয়! মাইকে মেহেজাবীন তাবাসসুমের নাম ঘোষণা হলে মুখে মিটমিটে হাসি দেখা গেল। সে দ্বিতীয় শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছে। এই অর্জনে উপহার স্বরূপ একটা বই পেয়ে আনন্দটা আরও বেড়ে গেল এই ক্ষুদে শিক্ষার্থীর।

এমনি আনন্দ আয়োজন হয়েছিল নওগাঁর নিয়ামতপুর উপজেলার নিয়ামতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করে ভালো ফলাফল করা শিক্ষার্থীদের হাতে বই উপহার দেওয়া হয়।

ফলাফল প্রকাশের সময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর সহকারী উপজেলা শিক্ষা অফিসার এ্যাডওয়ার্ড বিনত সরেন ও শফিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। এছাড়াও বিদ্যালয়ের সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা এই আয়োজনের অংশ হয়েছিলেন।

শিক্ষার্থীদের বই উপহার দেওয়া একটি ভালো উদ্যােগ বলে মনে করেন বিনত সরেন। তিনি বলেন, এই উপহার স্বরূপ দেওয়া অভিধান শিক্ষার্থীদের জ্ঞান বিকাশে সহায়ক হবে। এটা পাঠ করলে তাঁদের শব্দভাণ্ডার বৃদ্ধি পাবে। এইরকম উদ্যােগের মাধ্যমে শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়তে উৎসাহী হবে।


আরো খবর