আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী।
সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বেলা সাড়ে ১১টায় তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন। এ সময় এবি পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী বলেন, “আজ উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিতে পেরে আমি আনন্দিত। নির্বাচিত হলে গোদাগাড়ী ও তানোর অঞ্চলের প্রতিটি সেক্টর থেকে অন্যায়, অবিচার, পেশিশক্তির প্রভাব, ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদকের আখড়া ও দখলদারিত্ব নির্মূল করা হবে।
তিনি আরও বলেন, জুলুম-নির্যাতনমুক্ত সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে ইনসাফভিত্তিক সমাজ গড়ে তোলা হবে। আইনের শাসন প্রতিষ্ঠায় তানোর ও গোদাগাড়ীর প্রতিটি ইউনিয়নে সামাজিক সংগঠন গড়ে তোলা হবে। আঞ্চলিক উৎপাদন ও প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে অর্থনীতিকে শক্তিশালী করা হবে।
বিশেষ করে কৃষিভিত্তিক শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে এ অঞ্চলকে শতভাগ দারিদ্রমুক্ত সমাজে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ইনশাআল্লাহ, রাজশাহী-১ আসনকে একটি অনন্য, সমৃদ্ধশালী ও কর্মসংস্থানমুখী অঞ্চলে পরিণত করা হবে। এ সময় তিনি এবি পার্টির অঙ্গীকার তুলে ধরে বলেন, রাষ্ট্র হবে জনতার আসুন বদলে যাই, বদলে দিই।