• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহী-২ আসনের এবি পার্টির প্রার্থী সাঈদ নোমানের মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
রাজশাহী-২ আসনের এবি পার্টির প্রার্থী সাঈদ নোমানের মনোনয়নপত্র দাখিল
রাজশাহী-২ আসনের এবি পার্টির প্রার্থী সাঈদ নোমানের মনোনয়নপত্র দাখিল

Advertisements

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মনোনীত প্রার্থী মোহাম্মদ সাঈদ নোমান। সোমবার দুপুর ১২টার দিকে তিনি রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতারের কাছে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় এবি পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ সাঈদ নোমান বলেন, রাজশাহীতে এবি পার্টির রাজনীতি মূলত দায় ও দরদের রাজনীতি, আমরা সেবার জন্য রাজনীতি করতে এসেছি।  জীবনের জয়ই একমাত্র অর্জন নয়, লড়াই টাই অর্জন।

রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, রাজশাহী-২ আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৪৪ জন মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে নির্বাচনি প্রচারণা।


আরো খবর