• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

তানোরে শীতের পোষাক কিনতে উপচে পড়া ভিড়

তানোর প্রতিনিধি
সর্বশেষ: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
তানোরে শীতের পোষাক কিনতে উপচে পড়া ভিড়
তানোরে শীতের পোষাক কিনতে উপচে পড়া ভিড়

Advertisements

সারাদেশের ন্যায় তানোরে জেকে বসেছে শীত। হাড় কাঁপানো শীতের মাঝে একটু উষ্ণতা পেতে তানোরের দোকানগুলোতে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষ ছুটছে শীতের পোষাক কিনতে। রোববার বিকেল ৪টায় তানোর বাজার, মুন্ডুমালা বাজার, কালিগঞ্জ বাজার, দিল্লি বাজার, চৌবাড়িয়া বাজার, কামার গাঁ বাজার, তালন্দ বাজার, গুলোতে শীতের কাপড় কিনতে নারী পুরুষের উপচে পড়া ভিড় দেখা যায়। তবে পুরুষের তুলনায় নারীদের সংখ্যাই বেশি। ক্রেতাদের চাহিদা অনুযায়ী ক্রয়ক্ষমতার মধ্যে যার যার মতো করে শীতের পোষাক কিনছেন। শীতের পোশাকের মধ্যে রয়েছে বড়োদের জন্য সোয়েটার, জ্যাকেট, মাফলার, ব্লেজার, পায়ের মোজা, কানটুপি, ফুল হাতা গেঞ্জিসহ বাচ্চাদের বিভিন্ন ধরনের শীতের পোষাক।

তবে ক্রেতারা বলছেন, গত বছরের চেয়ে এবার দাম কিছুটা বেশি। আল-আমিন নামের এক ক্রেতা বলেন, গত কয়েক দিনের তুলনায় দু-দিন ধরে প্রচণ্ড শীত। আমি একটি জ্যাকেট ও একটি কানটুপি কিনেছি। তবে গতবারের তুলনায় এবার দাম কিছুটা বেশি। দাম কিছুটা কম হলে গরীব ও সাধারণ মানুষের জন্য ভালো হতো। তানোর বাজারের পারভীন নামের এক ক্রেতা বলেন, আমি আমার জন্য একটি সোয়েটার ও বাচ্চার জন্য কানটুপি ও মোজা কিনেছি। ফুটপাত হলেও এখানে মোটামুটি ভালো পোষাক পাওয়া যায়। তবে দাম কিছুটা কম হলে হয়ত সবার জন্য ভালো হতো।

মুন্ডুমালা বাজার এলাকায় রফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ী বলেন, এবার শীতের শুরুতেই বেচাবিক্রি অনেক ভালো। এখানে ছোট-বড়ো সব বয়সেরই শীতের কাপড় পাওয়া যায়। তবে গতবারের তুলনায় আমরা এ বছর বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে তাই বেশি দামে বিক্রি করি। বর্তমানে শীত খুব বেশি। শীত কমলে আমরা কম দামে কিনে আনলে কম দামে বিক্রি করতে পারব।

বাচ্চাদের পোষাক বিক্রেতা রাসেল বলেন, বড়োদের পাশাপাশি বাচ্চাদের পোষাক বিক্রি বেড়েছে। আমার দোকানে তিন মাস থেকে তিন বছরের বাচ্চাদের পোষাক বিক্রি করে থাকি। তবে বাচ্চাদের পোষাক ছোট হলেও তুলনামূলকভাবে দাম একটু বেশি। এ বছর শুরুতেই শীতের প্রভাব বেশি পড়ায় বেচাবিক্রি অনেক ভালো।


আরো খবর