• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ডিবি পুলিশের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
ডিবি পুলিশের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার ১
ডিবি পুলিশের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার ১

Advertisements

চারঘাট ডিবি পুলিশের অভিযানে ৫০ গ্রাম হেরোইন ও ১০০ পিছ ইয়াবাসহ ১জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৭ টার দিকে চারঘাট থানার মৌগাছি পূর্বপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জীবন বিশ্বাস ওরফে সেলিম (৩৫) চারঘাট থানাধীন মৌগাছি পূর্বপাড়া গ্রামের মজিবর রহমানের পুত্র। ডিবি পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌগাছি পূর্বপাড়া এলাকায় দুইজন ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদেও ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে সেলিমের দেহ তল্লাশি করে তার পকেট হতে ৫০ গ্রাম
হেরোইন ও ১০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়। চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


আরো খবর