• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বিজিবির অভিযানে ইয়াবা ও মদ জব্দ

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
বিজিবির অভিযানে ইয়াবা ও মদ জব্দ
বিজিবির অভিযানে ইয়াবা ও মদ জব্দ

Advertisements

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও মদ জব্দ করা হয়েছে । বিজিবির অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। শুক্রবার রাত ১২ টার দিকে চারঘাট থানার চন্দনশহর এলাকা থেকে ৯৮ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

বিজিবি জানায়, কতিপয় মাদক ব্যবসায়ী ভারত থেকে ইয়াবা নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে এমন সংবাদের ভিত্তিতে নদীরপাড় সংলগ্ন কলা বাগানে বিজিবির সদস্যরা অবস্থান নেয়। একপর্যায়ে একজন সন্দেহভাজন ব্যক্তিকে ওই এলাকায় আসতে দেখা গেলে তাকে আটক করতে গেলে সে একটি সিগারেটের প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে সিগারেটের প্যাকেট থেকে ৯৮ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এদিকে শুক্রবার রাত সাতে ৯ টার দিকে গোদাগাড়ী থানার চরহনুমন্ত নগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করার সময় এক ব্যক্তি ভারত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের দিকে আসতে দেখা গেলে বিজিবি তাকে ধাওয়া করে। এ সময় ওই ব্যক্তি তার সঙ্গে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত ব্যাগটি তল্লাশি করে মালিকবিহীন ভারতীয় মদ ২৯ বোতল জব্দ করা হয়।


আরো খবর