• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বিজয় দিবস উপলক্ষে পাঁচবিবি শিক্ষার্থী সমিতির বর্ণাঢ্য আয়োজন

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
বিজয় দিবস উপলক্ষে পাঁচবিবি শিক্ষার্থী সমিতির বর্ণাঢ্য আয়োজন
বিজয় দিবস উপলক্ষে পাঁচবিবি শিক্ষার্থী সমিতির বর্ণাঢ্য আয়োজন

Advertisements

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে প্রতিবারের মতো এবারও পাঁচবিবি শিক্ষার্থী সমিতি আয়োজন করে এক বর্ণাঢ্য ও ভাবগম্ভীর অনুষ্ঠানের। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টায় সমিতির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও আলোচনা সভার মধ্য দিয়ে নতুন প্রজন্মের হৃদয়ে বিজয়ের ইতিহাস নতুন করে জাগ্রত করা হয়। শিশুকিশোরদের কণ্ঠে কবিতার ছন্দ, রঙের তুলিতে আঁকা স্বাধীনতার ছবি আর কণ্ঠভরা প্রত্যয়ে উচ্চারিত বক্তব্যে প্রাণ ফিরে পায় একাত্তরের স্মৃতি।

শিক্ষার্থী সমিতির সভাপতি মো. আবু রায়হান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবির সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু এবং পাঁচবিবি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও শিক্ষার্থী সমিতির দাতা সদস্য আবুল হাসনাত মন্ডল হেলাল এবং সমিতির বর্তমান কার্যনির্বাহী সদস্যরা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ বলেন, মহান মুক্তিযুদ্ধ আমাদের অহংকার ও আত্মপরিচয়ের ভিত্তি। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী সমিতি পাঁচবিবি যে ধারাবাহিকভাবে বিজয়ের চেতনা ছড়িয়ে দিতে কাজ করছে, তা সত্যিই প্রশংসনীয়।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের আদর্শে গড়ে ওঠা শিক্ষার্থীরাই আগামীর নেতৃত্ব দেবে এবং দেশকে সামনে এগিয়ে নেবে।
সভাপতির বক্তব্যে মো. আবু রায়হান মুকুল বলেন, বিজয় দিবস শুধু একটি দিন নয়, এটি একটি চেতনা, একটি দায়বদ্ধতা। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের হৃদয়ে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। শিক্ষার্থী সমিতি সবসময় দেশপ্রেম, মানবিকতা ও মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী শিক্ষার্থী গড়ে তুলতে কাজ করে যাবে। তিনি ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।


আরো খবর