• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাইন একাডেমির ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
বর্ণাঢ্য আয়োজনে রাজশাইন একাডেমির ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
বর্ণাঢ্য আয়োজনে রাজশাইন একাডেমির ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

Advertisements

রাজশাহীর আধুনিক ও তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষাপ্রতিষ্ঠান রাজশাইন একাডেমিতে উৎসবমুখর পরিবেশে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মিলনমেলায় পরিণত হয় বিদ্যালয় প্রাঙ্গণ।

রাজশাইন একাডেমির চেয়ারম্যান মো. হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টিচার্স ট্রেনিং কলেজের সাবেক প্রিন্সিপাল আব্দুস সামাদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজশাহী ট্রাফিক বিভাগের ওসি (প্রসিকিউশন) নূরে আলম সিদ্দিক এবং একাডেমির উপদেষ্টা মো. জাকারিয়া হোসেন (নয়ন)।

প্রধান অতিথি টিচার্স ট্রেনিং কলেজের সাবেক প্রিন্সিপাল আব্দুস সামাদ বলেন, আমরা শিক্ষার্থীদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। তথ্যপ্রযুক্তির এই যুগে নৈতিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষকের পাশাপাশি মা-বাবা কেউ বাচ্চাদের পড়াশুনা করাতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাইন একাডেমির চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান রানা, উপশহর শাখার প্রিন্সিপাল হাসনা হেনা, সিনিয়র শিক্ষিকা মোছা. শাম্মী আক্তার ও নূরুন নাহার পুষ্পসহ অন্যান্য সহকারী শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন শ্রেণির মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের হাতে বার্ষিক পরীক্ষার ফলাফল, সনদপত্র ও বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়। সন্তানদের এই সাফল্যে উপস্থিত অভিভাবকরা আনন্দ প্রকাশ করেন এবং বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও সুন্দর ব্যবস্থাপনার প্রশংসা করেন।


আরো খবর