তাঁত ও কুটির শিল্পের পুনরুজ্জীবন এবং পণ্যের বিপণন সম্প্রসারণের লক্ষ্যে রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার রাজশাহী কেন্দ্রীয় উদ্ভিদ উদ্যান ও চিড়িয়াখানার উত্তর পাশের মাঠে মেলার উদ্বোধন করা হয়।
বাংলাদেশ নারী উদ্যোক্তা সমিতি (ডঊঅই), রাজশাহী শাখার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সিল্ক শিল্প মালিক সমিতির সভাপতি লিয়াকত আলী বলেন, তাঁত ও কুটির শিল্পকে টেকসই করতে সমন্বিত উদ্যোগ জরুরি। বিশেষ করে স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করতে ব্যবসা-বান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর তিনি জোর দেন। তিনি আরও বলেন, কুটির শিল্প আঞ্চলিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে; তাই শিল্প খাতকে পুনরুজ্জীবিত করতে সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
অনুষ্ঠানে শিল্পপতি হাসান আলী বলেন, তাঁত ও কুটির পণ্য বাংলাদেশের কারিগরদের ঐতিহ্যবাহী কারুশিল্পের প্রতিচ্ছবি। দেশের বহু কারিগর পরিবার জীবিকার জন্য পুরোপুরি এই খাতের ওপর নির্ভরশীল। তিনি হস্তশিল্পের অবনতি রোধে এ ধরনের মেলা আরও আয়োজনের গুরুত্ব তুলে ধরে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান।
ডঊঅই রাজশাহী শাখার সভাপতি আনজুমান আরা পারভীন লিপি বলেন, তাঁত ও কুটির শিল্পে যুক্ত নারী উদ্যোক্তারা শুধু নিজেদের নয়, পরিবার ও সমাজের অর্থনৈতিক অগ্রগতিতেও উল্লেখযোগ্য অবদান রাখছেন। তিনি আশা প্রকাশ করেন, এই মেলা রাজশাহীর সামাজিক ও অর্থনৈতিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দৈনিক সোনার দেশ-এর সম্পাদক আকবরুল হাসান মিল্লাত, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রাক্তন পরিচালক জিয়া উদ্দিন আহমেদ, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি রাজশাহীর সভাপতি মরিয়ম বেগম এবং ডঊঅই রাজশাহী শাখার সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার।
আয়োজকরা জানায়, নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে মেলায় মোট ৪৫টি স্টল স্থাপন করা হয়েছে। এতে বেত ও বাঁশজাত পণ্য, সিরাজগঞ্জের তাঁতবস্ত্র, পোশাক, ক্রোকারিজ, খাদ্যসামগ্রী, উপহারসামগ্রীসহ নানা ধরনের কুটির শিল্পজাত পণ্য প্রদর্শিত হচ্ছে। মেলাটি আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।