আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রাজশাহী-২ (সদর) ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। বুধবার দুপুর ১টার দিকে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন রাজশাহী-২ (সদর) আসনের প্রার্থী ডা. মুহাম্মদ জাহাঙ্গীর।
এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়ন ফরম উত্তোলনের পর ডা. মুহাম্মদ জাহাঙ্গীর বলেন, জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। রাজশাহী-২ আসনের জনগণ পরিবর্তনের পক্ষে রায় দেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এদিকে মনোনয়ন উত্তোলনকে কেন্দ্র করে নির্বাচন কার্যালয় এলাকায় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এদিকে বুধবার বেলা সাড়ে ১০টার দিকে পবা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আরাফাত আমান আজিজের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ। মনোনয়ন ফরম উত্তোলন শেষে উপজেলা কার্যালয় প্রাঙ্গণে অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, আজকের দিনটি আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র। দাড়িপাল্লা প্রতীকে মনোনয়ন তুলতে পেরে আমি গর্বিত ও আল্লাহর দরবারে কৃতজ্ঞ।
সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় তিনি আরও বলেন, এই আসনে অন্যান্য রাজনৈতিক দল কিংবা স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করতেই পারেন এটি গণতন্ত্রের স্বাভাবিক প্রক্রিয়া এবং প্রত্যেকের ব্যক্তিগত স্বাধীনতা। এতে আমাদের কোনো আপত্তি নেই। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পবা ও মোহনপুরের মানুষ দীর্ঘদিন ধরে একটি সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রত্যাশা করছে। ইনশাআল্লাহ, তারা দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে।
আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামীর বিজয় সুনিশ্চিত উল্লেখ করে অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, এই অঞ্চলের মানুষ পরিবর্তন চায়। তারা আর দুর্নীতি ও স্বার্থান্বেষী রাজনীতি দেখতে চায় না। আল্লাহর ওপর ভরসা রেখে এবং জনগণের সমর্থন নিয়ে আমরা আশাবাদী রাজশাহী-৩ আসনে জামায়াতে ইসলামীর বিজয় ইনশাআল্লাহ সুনিশ্চিত হবে।
এ সময় বক্তব্য দেন জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর শাখার সহকারী সেক্রেটারি ও রাজশাহী রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল। তিনি বলেন, অধ্যাপক আবুল কালাম আজাদ একজন সৎ, যোগ্য ও আদর্শবান মানুষ। শিক্ষাক্ষেত্রে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং সমাজসেবায় তাঁর ভূমিকা সর্বজনবিদিত। পবা ও মোহনপুরের জনগণ এমন একজন নেতৃত্বই প্রত্যাশা করে, যিনি কথা ও কাজে থাকবেন। এ সময় পবা ও মোহনপুর উপজেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।