• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:০২ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নির্বাচনের আগে কোনো উন্নয়ন প্রকল্প নয়: ইসি

রিপোর্টার নাম:
সর্বশেষ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
নির্বাচনের আগে কোনো উন্নয়ন প্রকল্প নয়: ইসি
নির্বাচনের আগে কোনো উন্নয়ন প্রকল্প নয়: ইসি

Advertisements

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে প্রভাবমুক্ত ও সুষ্ঠু রাখতে ভোটের আগে সব ধরনের উন্নয়ন কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনি তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

ইসি জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৪(৪) অনুযায়ী, নির্বাচনি তফসিল ঘোষণার দিন থেকে ফলাফল সরকারি গেজেটে প্রকাশের আগ পর্যন্ত কোনো সরকারি সুবিধাভোগী অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের তহবিল থেকে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানের অনুকূলে অনুদান ঘোষণা, বরাদ্দ বা অর্থ অবমুক্ত করতে পারবেন না।

এছাড়া নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কোনো প্রার্থী সিটি কর্পোরেশন, পৌরসভাসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সম্পত্তি—অফিস, যানবাহন, মোবাইল ফোন, টেলিফোন, ওয়াকিটকি বা অন্য কোনো সুবিধা নির্বাচনি কাজে ব্যবহার করতে পারবেন না। এমনকি মাশুল প্রদান করেও এসব ব্যবহার করা যাবে না। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা-কর্মচারীকেও নির্বাচনি কাজে ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

ইসি আরও জানায়, আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ৪(৩) অনুযায়ী কোনো প্রার্থী নির্বাচন-পূর্ব সময়ে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের রাজস্ব বা উন্নয়ন তহবিলভুক্ত কোনো প্রকল্পের অনুমোদন, ঘোষণা, ভিত্তিপ্রস্তর স্থাপন বা ফলক উন্মোচন করতে পারবেন না। একই সঙ্গে নির্বাচনি কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনি এলাকায় অনুদান বা ত্রাণ বিতরণ কার্যক্রম গ্রহণ না করার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ইতোমধ্যে অনুমোদিত কোনো প্রকল্পে অর্থ অবমুক্ত করা একান্তভাবে প্রয়োজন হলে এ বিষয়ে নির্বাচন কমিশনের পূর্বানুমতি নিতে হবে।
চিঠিতে উল্লেখ করা হয়, আচরণ বিধিমালা ২০২৫-এর এসব বিধান লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিধি ২৭ অনুযায়ী শাস্তির আওতায় পড়বেন।

সুত্র: ঢাকা মেইল


আরো খবর