বিজিবির অভিযানে ৫০ বোতল ভারতীয় ফেনসিডিলের জব্দ করেছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার রাত ৮ টার দিকে চারঘাট থানার সিপাহীপাড়া এলাকার এসব জব্দ করা হয়। বিজিবির অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, বিজিবির আভিযানিক দল সিপাহীপাড়া এলাকার আমবাগানে ছদ্মবেশে অবস্থান নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। দীর্ঘ সময় অপেক্ষার পর আশপাশে কোনো মাদক কারবারি বা সন্দেহজনক ব্যক্তির উপস্থিতি লক্ষ্য না করায় বিজিবির সদস্যরা আমবাগানের ভেতরে তল্লাশি কার্যক্রম শুরু করেন। এক পর্যায়ে একটি আমগাছের গোড়ায় সদ্য খোঁড়া মাটি নজরে আসে, যা সন্দেহজনক মনে হলে বিজিবির সদস্যরা মাটি সরিয়ে পলিথিনে মোড়ানো একটি পোটলা উদ্ধার করেন। পোটলাটি খুলে তাতে ভারতীয় ফেনসিডিলের ৫০ বোতল উদ্ধার করে।
জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চারঘাট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বরে জানিয়েছে বিজিবি।