বিজিবির অভিযানে ২০০ পিস ট্যাবলেট জব্দ করেছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বোরবার রাত সাড়ে ১১ টার দিকে মতিহার থানার পদ্মা নদীর ফুলতলা ঘাট এলাকায় এসব জব্দ করা হয়। বিজিবির অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, মাদকবিরোধী অভিযান পরিচালনার লক্ষ্যে ফুলতলা ঘাটের নিকটস্থ একটি কবরস্থানের পাশে ছদ্মবেশে অবস্থান নেয়। এ সময় নদীর ঘাট এলাকায় রাতের অন্ধকারে কয়েকজন লোকের আনাগোনা টের পায় বিজিবির সদস্যরা। বিজিবির উপস্থিতি বুঝতে পেরে তাদের কাছে থাকা ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট নদীর পাড়ে ছুড়ে ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে ২০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে। জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মতিহার থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।