তানোরে বেসরকারি উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশনের প্রায়োরিটি প্রকল্পের বার্ষিক সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় কামার গাঁ ইউনিয়ন পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশন প্রায়োরিটি প্রকল্পের চাইল্ডএইড নেটওয়ার্ক ও নেটজ পার্টনারশিপ ফর ডেভেলপমেন্ট অ্যান্ড জাস্টিসের অর্থায়নে এ সভার আয়োজন করা হয়।
সংলাপ সভায় কামার গাঁ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রঞ্জন কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ৬ নং কামার গাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি কামাল মিন্টু। বিশেষ অতিথি ছিলেন তানোর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নূরে লায়লা, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল কুমার। প্রায়োরিটি প্রকল্পের সহকারী সোহেল ও গোলাপ। স্বাগত বক্তব্য রাখেন প্রায়োরিটি প্রকল্পের এডুকেশন অর্গানাইজার সঞ্জয় টপ্প।
সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত শিক্ষা এখন সময়ের দাবি। আমাদের গ্রামীণ এলাকার শিশুদের শিক্ষায় পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। সরকার ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর উদ্যোগে শিক্ষার মানোন্নয়নে যে কাজ চলছে, তা আরও গতিশীল করতে হবে। অভিভাবক, শিক্ষক ও স্থানীয় প্রশাসনের সমন্বিত প্রচেষ্টাই পারে আমাদের সন্তানদের একটি উজ্জ্বল ভবিষ্যৎ উপহার দিতে।
এই সংলাপ সভায় অংশ নেন ইউনিয়ন পরিষদের মেম্বার ও মহিলা মেম্বার, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।