রাজশাহী মহানগরীর মতিহার থানার খোঁজাপুর জাহাজঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫ পিস ইয়াবা, ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩ হাজার ১৭০ টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন আলম হোসেন (৪০) নগরীর মতিহার থানার খোঁজাপুর জাহাজঘাট এলাকার হাসান শেখের ছেলে ও নাসির হোসেন (৫৪) একই থানার ধর্মপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ডিবি পুলিশের একটি দল মতিহার থানার তলাইমাড়ী মোড় এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, খোঁজাপুর জাহাজঘাট এলাকায় আলম হোসেন তার বাড়িতে ইয়াবা ও ট্যাপেন্টাডল বিক্রি করছেন। খবর পেয়ে ডিবি পুলিশের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে ডিবির সদস্যরা দুইজনকে আটক করতে সক্ষম হন।
পরবর্তীতে দেহ তল্লাশিতে আলমের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩ হাজার ১৭০ টাকা এবং নাসিরের কাছ থেকে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা চলমান রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মতিহার থানায় মামলা দায়েরে করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।