• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগরীতে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার ১

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
নগরীতে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার ১
নগরীতে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেপ্তার ১

Advertisements

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১০ গ্রাম হেরোইনসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারকৃত সুজন আলী (৩৫) নগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকার মৃত সুব্রতর ছেলে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, মঙ্গলবার রাত পৌনে ৮টায় ডিবি পুলিশের একটি টিম নগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকার কোর্ট স্টেশন মোড়ে দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় নয়ন আলী নামের এক ব্যক্তি হেরোইন বিক্রি করছেন। খবর পেয়ে ডিবি পুলিশের দল দ্রুত পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি পালানোর চেষ্টা করলে তাকে ঘটনাস্থলেই আটক করে ।

পরবর্তীতে আসামির দেহ তল্লাশি করে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায়, বিক্রির উদ্দেশ্যে সে হেরোইন সঙ্গে রেখেছিল এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আরো খবর