• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাবি আন্তঃহল অ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
রাবি আন্তঃহল অ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু
রাবি আন্তঃহল অ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুরু

Advertisements

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৪৬তম আন্তঃহল অ্যাথলেটিক্স (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা ২০২৫-২০২৬ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ফরিদ উদ্দীন খান ও কোষাধ্যক্ষ প্রফেসর মতিয়ার রহমান উপস্থিত ছিলেন।

অ্যাথলেটিক্স এন্ড অ্যাকুয়াটিক্স সাব-কমিটির সভাপতি প্রফেসর মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে শরীর চর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক রোকসানা বেগম স্বাগত বক্তৃতা দেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রক্টর প্রফেসর মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর আখতার হোসেন মজুমদার, অ্যাথলেটিক্স এন্ড অ্যাকুয়াটিক্স সাব-কমিটির সদস্য এবং শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপাচার্য জাতীয় পতাকা, উপ-উপাচার্যদ্বয় বিশ্ববিদ্যালয় পতাকা এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হলের প্রাধ্যক্ষগণ নিজ নিজ হলের পতাকা উত্তোলন করেন। সেখানে কৃতী অ্যাথলেট আশরাফুল হক (শহীদ হবিবুর রহমান হল), নারগিস খাতুন (রোকেয়া হল) মশালসহ মাঠ প্রদক্ষিণ ও অগ্নি প্রজ্জ্বালন করেন এবং খেলোয়াড়দের পক্ষে ফারহীন তামান্না (রোকেয়া হল) ও কর্মকর্তাদের পক্ষে প্রফেসর আশিয়ারা খাতুন শপথ পাঠ করেন।

দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় ছাত্রদের ১৯টি ইভেন্টে ১১টি হলের ২৫০ জন ও ছাত্রীদের ১১টি ইভেন্টে ৬টি হলের ১২০ জন খেলোয়াড় অংশ নিচ্ছে। আজ বুধবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হবে।


আরো খবর