বিজিবির অভিযানে ৭৯২ পিস ভারতীয় সাইট্রেট ট্যাবলেট জব্দ করা হয়েছে। রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সোমবার রাত ১১ টার দিকে গোদাগাড়ী থানার কানাপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব সাইট্রেট ট্যাবলেট জব্দ করে। বিজিবির অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল উক্ত এলাকার আমবাগানে অবস্থান নেয়।
এসময় একজন চোরাকারবারীকে ভারত থেকে বাংলাদেশের ভেতরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা ধাওয়া করলে তিনি হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ব্যাগটি তল্লাশি করে ৭৯২ পিস ভারতীয় সাইট্রেট ট্যাবলেট জব্দ করা হয়।