রাজশাহী সীমান্তের চরমাজারদিয়া এলাকা থেকে ৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর চরমাজারদিয়া বিওপির বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কিছু মাদককারবারী দামকুড়া থানার বাবলাচর এলাকার মাঠ পথ ব্যবহার করে ভারতীয় মদ পাচার করবে। তথ্যের ভিত্তিতে বিশেষ আভিযানিক দল মাসকালাই খেতে অভিযানে গেলে একটি ঘাসভর্তি বস্তা পড়ে থাকতে দেখতে পায়।
পরে মাঠের কৃষকদের জিজ্ঞাসাবাদে তারা জানান, বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদককারবারীরা বস্তাটি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বস্তাটি খুলে ভিতর থেকে ৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। মাদকদ্রব্যের মালিকানা নিশ্চিত করা না গেলেও ঘটনাস্থল থেকে তা জব্দ করা হয়েছে। জব্দকৃত মদ আইনগত প্রক্রিয়া শেষে দামকুড়া থানায় জমা দেওয়ার কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিজিবি।