• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে ৬০ হারানো ফোন ফিরিয়ে দিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
রাজশাহীতে ৬০ হারানো ফোন ফিরিয়ে দিল পুলিশ
রাজশাহীতে ৬০ হারানো ফোন ফিরিয়ে দিল পুলিশ

Advertisements

রাজশাহী জেলা পুলিশের সহায়তায় উদ্ধারকৃত ৬০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। জেলা পুলিশের আইসিটি বিভাগ এসব হারানো ফোন উদ্ধার করেছে। বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুলিশ সুপার ফারজানা ইসলাম এসব ফোন হস্তান্তর করেন। এদিন সন্ধ্যায় রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরিফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেন, রাজশাহী জেলার ৮টি থানায় ফোন হারানো ৬০ ব্যক্তি বিভিন্ন সময় সাধারণ ডায়েরি করেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার কার্যালয়ের আইসিটি শাখা ৬০টি মোবাইল ফোন উদ্ধার করেন। প্রকৃত মালিকের নিকট উদ্ধারকৃত ফোন ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। আমি মনে করি এই সাফল্যের পরিধি আগামীতে আরও বিস্তৃত হবে।

এদিকে হারানো ফোন ফিরে পেয়ে মোবাইল ফোনের মালিকগণ তাই অনেক খুশি। তাঁরা রাজশাহী জেলা পুলিশের এই ভালো কাজের ভূয়শী প্রশংসা করেন। তাঁরা বিশ্বাস করেন রাজশাহী জেলা পুলিশ আগামীতেও এভাবে জনগণের পাশে থেকে নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করে যাবে। তাঁরা রাজশাহী জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। উল্লেখ্য, ৬০টি মোবাইল ফোনের মধ্যে ভিভো ১৩টি, স্যামস্যাং ৫টি, শাওমি ১০টি, রিয়েলমি ১০টি, ইনফিনিক্স দুইটি, আইটেল দুইটি, টেকনো চারটি, ওপ্পো ছয়টি, ওয়ালটন একটি, সেম্ফনি একটি, মটোরোলা তিনটি, জিডিএল একটি, নাথিং একটি ও গুগল পিক্সেল একটি।


আরো খবর