রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের (আরসিবিসি) ১০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বর্ণাঢ্য জব ফেয়ার। শিক্ষার্থীদের অংশগ্রহণ, কর্পোরেট সেমিনার এবং পেশাগত দিকনির্দেশনায় পুরো অনুষ্ঠানটি রূপ নেয় ক্যারিয়ারমুখী উৎসবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরসিবিসি’র সভাপতি নাজমুল হক। আইটি সেক্রেটারি শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. সেরাজ উদ্দীন। এছাড়াও জব ফেয়ারের বিভিন্ন সেশন জুড়ে অনুষ্ঠিত হয় ক্যারিয়ার গাইডলাইন, বিজনেস ট্রেন্ড, কর্পোরেট কালচার এবং ব্যাংকিং সেক্টর নিয়ে একাধিক সেমিনার।
অনুষ্ঠানে আলোচক হিসেবে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন স্মার্ট টেকনোলজি বিডি লি. এর পরিচালক মুজাহিদ আল বেরুনি সুজন, পূবালী ব্যাংক পিএলসি’র রাজশাহী রিজিওনাল ডেপুটি জেনারেল ম্যানেজার সাজিদুর রহমান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির,স্মার্ট টেকনোলজি বিডি লি. এর ডেপুটি ম্যানেজার সাব্বির করিম, এবং নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চিফ হিউম্যান রিসোর্স অফিসার সৈয়দ শহীদুল আলম। এ সময় আরসিবিসি সভাপতি নাজমুল হক জানান, এবারের আয়োজনকে ঘিরে শিক্ষার্থীদের অভূতপূর্ব সাড়া মিলেছে। ১৫টি স্বনামধন্য কোম্পানি অংশ নিয়েছে।
শিক্ষার্থীরা এসব প্রতিষ্ঠানে সিভি জমা দিয়ে সরাসরি চাকরির সুযোগ পেয়েছে। তিনি আরও বলেন, চাকরি-বাজারের বাস্তব চাহিদা সম্পর্কে শিক্ষার্থীদের সুস্পষ্ট ধারণা দেওয়া এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে তাদের নেটওয়ার্ক তৈরি করাই আমাদের মূল লক্ষ্য।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী বলেন, ১০ বছর পূর্তি উপলক্ষে এমন একটি ক্যারিয়ারমুখী আয়োজন সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। সাধারণ শিক্ষার্থীরাও এখানে সরাসরি চাকরির সুযোগের পাশাপাশি ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে প্রয়োজনীয় দিকনির্দেশনা পাচ্ছে। চাকরির প্রতিযোগিতায় দক্ষতা বাড়াতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে সাবেক ও বর্তমান সদস্য ছাড়াও রাজশাহী কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মিলনায়তনকে প্রাণবন্ত করে তোলে। মূল পর্ব শুরুর আগে কলেজ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এছাড়া প্রশ্নোত্তর পর্ব, সংবর্ধনা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের বুথে সিভি গ্রহণ ও সংশোধন কার্যক্রম অনুষ্ঠিত হয়। ব্যাংকিং, প্রযুক্তি, কর্পোরেট ও শিল্প ব্যবস্থাপনা বিভিন্ন সেক্টর থেকে আগত প্রতিনিধিরা দিনব্যাপী জব সিকারদের সঙ্গে সাক্ষাৎকার ও পরামর্শ প্রদান করেন, যা শিক্ষার্থীদের জন্য ছিল মূল্যবান অভিজ্ঞতা।