রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ বুধবার শিক্ষার্থীদের সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের জন্য “Peer to Peer Orientation Learning Session on Social Emotional Wellbeing” (SEW) শীর্ষক এক লার্নিং সেশন অনুষ্ঠিত হয়।
এদিন বেলা সাড়ে ১০ টার দিকে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই সেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (বিমক) সদস্য প্রফেসর মাছুমা হাবিব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবির উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, বিমক পরিচালক জেসমিন পারভীন ও ইউনেস্কো, ঢাকা অফিসের প্রোগ্রাম অফিসার রাজু দাস।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এস এম আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে এই অনুষ্ঠানে রাবি ক্যারিয়ার কাউন্সেলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের (সিসিডিসি) পরিচালক প্রফেসর নূরুল মোমেন স্বাগত বক্তব্য রাখেন। সিসিডিসির সহকারী পরিচালক প্রফেসর আদিল হাসান চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।