রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বেলপুকুর চেকপোস্টে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ করেছে। সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে বাঘা থেকে রাজশাহী গামী যাত্রীবাহী একটি বাসে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, বাস তল্লাশির সময় নিচের বক্সে রাখা একটি বড় বস্তা তাদের সন্দেহে পড়ে। পরে বস্তার মালিকানা জানতে চাইলে বাসের কোনো যাত্রীই দায়িত্ব স্বীকার করেননি। এরপর বস্তাটি খুলে দেখা যায় এর ভেতরে লুকিয়ে রাখা হয়েছে বিভিন্ন ভারতীয় পণ্য। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় কাশ্মীরি লেডিস শাল ৫ পিস, ভারতীয় বেনারশি শাড়ি ২ পিস, ভারতীয় সিল্ক শাড়ি ১২ পিস, ভারতীয় বড় কম্বল ৮ পিস।
বিজিবি জানায়, মালামালগুলো মালিকবিহীন হওয়ায় চোরাচালানী হিসেবে জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত সকল পণ্য রাজশাহী শুল্ক কার্যালয়ে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।