• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহী কলেজে অনুষ্ঠিত হলো নির্বাচনী অলিম্পিয়াড-২০২৫

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
রাজশাহী কলেজে অনুষ্ঠিত হলো নির্বাচনী অলিম্পিয়াড-২০২৫
রাজশাহী কলেজে অনুষ্ঠিত হলো নির্বাচনী অলিম্পিয়াড-২০২৫

Advertisements

“Building youth Leadership on pluralism and social Harmony” প্রতিপাদ্য নিয়ে রাজশাহী ইয়ুথ এন্ডিং হাঙ্গার এর আয়োজনে রাজশাহী কলেজে নির্বাচনী অলিম্পিয়াড -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১০ টার দিকে রাজশাহী কলেজ মিলনায়তনে উক্ত আয়োজনটি অনুষ্ঠিত হয়।

ইয়ুথ এন্ডিং হাঙ্গার রাজশাহীর আঞ্চলিক সমন্বয়কারী সুফল কুমারের সভাপতিত্বে এবং নাসিম উদ্দিন ও কানিজ ফাতেমার যুগ্ম সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথির আসন গ্রহণ করেন রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী।
প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ বলেন, আজকে যে বিষয়গুলো জবাবদিহিতা, দায়বদ্ধতা, স্বচ্ছতা, নিরপেক্ষতা, সুশাসন, অংশগ্রহণ, গণতন্ত্র সেগুলো আমি নোট করেছি। এসবকিছুই একটি রাষ্ট্রের শাসনব্যবস্থা পরিচালনার মূল ভিত্তি। জুলাই শহীদের চেতনাকে স্মরণ করে বলেন, সততা, জবাবদিহিতা, দায়বদ্ধতা, স্বচ্ছতা এই বিষয়গুলো কি তা যদি তোমরা বুঝতে পারো তাহলে তাদের আত্মত্যাগ স্বার্থক, আর না পারলে তা বৃথা। আমরা যারা বাংলা ভাষায় কথা বলি এবং বাংলাদেশে বাস করি তাদের প্রত্যেকের এই বিষয়গুলো জানতে হবে। জবাবদিহিতা, সুশাসন, স্বচ্ছতা, ন্যায়বিচার, সাম্য, গণতন্ত্র এই বিষয়গুলো এত সহজ না।

এছাড়াও কথাপ্রসঙ্গে তিনি বলেন, আমাদের দেশের রাজনীতিবিদরা শিক্ষিত লোকদের পছন্দ করে না। যারা রাজনীতি করেন, তারা শিক্ষিত লোকদের সম্মান দিতে হবে। ভোটের ক্ষেত্রে যিনি মূর্খ বা অন্ধ বা অশিক্ষিত বা কৃষক তিনিও এক ভোটের অধিকারী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক ও এক ভোটের অধিকারী। মূল্য বুঝেছেন? সমাজে এই ভোটারদের মূল্য বেশি। আমাদের ভাবতে হবে যে ৫০ শতাংশের উপর ভোট না হলে নির্বাচন হবে না।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ড. সেরাজ উদ্দীন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবু ইউনুস আলী, রাজশাহী ইয়ুথ এন্ডিং হাঙ্গারের সাবেক আঞ্চলিক সমন্বয়কারী শাহাদাত ইসলাম এবং অষ্টাদশ জাতীয় যুব সম্মেলন-২০২৫ এর সাবেক আহ্বায়ক সেলিম রেজা।

অনুষ্ঠানের মূল পর্বে জাতীয় সংগীত পরিবেশন শেষে শুভেচ্ছা বক্তব্য রাখেন নির্বাচনী অলিম্পিয়াড ২০২৫ এর সমন্বয়ক হাসিবুল হাসান রিজভি। এছাড়াও অন্যান্য অতিথিবৃন্দরা শিক্ষার্থীদের জন্য সমসাময়িক বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে একটি সুশৃঙ্খল কুইজ প্রতিযোগিতা শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিদের মাঝে ১ম স্থান অধিকার করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী তাসনিম হোসেন সূচী। যথাক্রমে ২য় ও ৩য় পুরস্কার অর্জন করে সেরা ৩ এ জায়গা করে নেন এস এম আব্দুল্লাহ ও আনিসুর রহমান। তাদের সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করে সংবর্ধনা দেওয়া হয়।

এছাড়াও সেরা ১০ জন প্রতিযোগীদের সার্টিফিকেট ও মেডেল এবং অংশগ্রহণকারী সকলকে সার্টিফিকেট প্রদান করা হয়। সবশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আরো খবর