রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর চরমাজারদিয়া বিওপির একটি নিয়মিত টহল দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর আনুমানিক ২টার দিকে দামকুড়া থানার উত্তরপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। টহল দলটি ধানক্ষেতে ওঁত পেতে থাকাকালে একজন মাদককারবারী কৃষকের বেশে কাঁধে স্প্রে মেশিন নিয়ে এগিয়ে আসতে দেখা যায়। তিনি টহল দলের নিকটে আসলে বিজিবি সদস্যরা তাকে ধরতে ধাওয়া করলে তিনি স্প্রে মেশিন ও একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যান।
পরে ফেলে যাওয়া স্প্রে মেশিনের ভেতর থেকে ২৩ বোতল ভারতীয় ফেনসিডিল এবং প্লাস্টিকের ব্যাগ থেকে ৪৯ বোতল মনোগোল্ড কফ সিরাপ উদ্ধার করা হয়। আটককৃত মাদকদ্রব্যসহ জব্দকৃত স্প্রে মেশিন দামকুড়া থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।