‘ভবিষ্যৎ সমাজ বিনির্মাণে নৈতিক সমতা ও মূল্যবোধ’-প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী কলেজ দর্শন বিভাগের এথিকস ক্লাবের আয়োজনে বিশ্ব দর্শন দিবস -২০২৫ উদযাপন করা হয়েছে। সোমবার দুপুর ১২ টার দিকে একটি বর্ণাঢ্য র্যালি শেষে রাজশাহী কলেজ মিলনায়তনে উক্ত আয়োজনটি অনুষ্ঠিত হয়। দর্শন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সহযোগী অধ্যাপক আমিনুল ইসলামের সঞ্চালনায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন নিউ গভঃ ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর কালাচাঁদ শীল। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক ড. মোঃ সেরাজ উদ্দীন। নিউ গভঃ ডিগ্রি কলেজের অধ্যক্ষ বলেন, আজকের যে প্রতিপাদ্য বিষয় ভবিষ্যৎ সমাজ বিনির্মাণে নৈতিক সমতা ও মূল্যবোধ আমাদের বুঝতে হবে আমরা কোন জায়গায় অবস্থান করছি, নৈতিকতা ও মূল্যবোধ বিষয়টা আসলে কি। সত্যি বলতে চাই যে আমরা আসলে দর্শনের উপরেই অবিচার করছি। আমরা দর্শনকেই ঠিকমতো মূল্যায়ন করতে পারি নাই।
তিনি আরো বলেন, আমাদের দেশের বাস্তবতায় যারা দর্শন পড়েছে তাদের কাছে শুনবা যে দর্শন পাগলের সাবজেক্ট। দর্শন পড়লে নাস্তিক হয়ে যায়, দর্শন পড়লে চাকরি পাওয়া যায় না। কিন্তু এখন উন্নত বিশ্বে দর্শন একটি চর্চার বিষয়। শুধু একটি সনদের জন্য দু লাইন পড়ার নাম দর্শন নয়, এর পরিসর ব্যাপক। দর্শন জগজ্জীবন নিয়ে কথা বলে, সমাজ নিয়ে কথা বলে, রাষ্ট্র নিয়ে কথা বলে। প্রাচীন যুগের দর্শন আর বর্তমান সমসাময়িক দর্শন এক নয়। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, বর্তমানে আমরা সততা আর মূল্যবোধ বাদ দিয়ে দূর্নীতি ও কালোবাজারিদের প্রতিষ্ঠা করেছি। আমাদের মূল্যবোধ এখন তলানিতে। তাই আমি বলব যে অন্যদের কাছে যাওয়ার দরকার নাই, দর্শনের জ্ঞান থাকলে নিজের বিবেক কে প্রশ্ন করলেই সব উত্তর পাওয়া যাবে। তোমরা নিজেকে জান,সততার সাথে এগিয়ে যাও।
এর আগে বেলা ১১ টায় দর্শন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। মূল অনুষ্ঠানে ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ করার পর স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আরিফুল ইসলাম। এছাড়াও দর্শন বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ বক্তব্য প্রদান করেন। সবশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।