• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজশাহীতে মহিলা জামায়াতের উদ্যোগে ক্যান্সার সচেতনতা ক্যাম্প অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
রাজশাহীতে মহিলা জামায়াতের উদ্যোগে ক্যান্সার সচেতনতা ক্যাম্প অনুষ্ঠিত
রাজশাহীতে মহিলা জামায়াতের উদ্যোগে ক্যান্সার সচেতনতা ক্যাম্প অনুষ্ঠিত

Advertisements

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর শাখার মহিলা বিভাগের উদ্যোগে ক্যান্সার সচেতনতা ক্যাম্প ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নগরীর মসজিদ মিশন বালিকা শাখায় দিনব্যাপী এই সচেতনতা ক্যাম্পের উদ্বোধন করা হয়। এদিন সকাল ১০টায় ফিতা কেটে ক্যাম্পের উদ্বোধন করেন মহানগর জামায়াতের নায়েবে আমীর এডভোকেট আবু মোহাম্মদ সেলিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর জামায়াতের নায়েবে আমীর ও রাজশাহী-২ (সদর) আসনের দলীয় এমপি প্রার্থী অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, নগর জামায়াতের সহকারী সেক্রেটারি শাহাদাৎ হোসাইন এবং নগর জামায়াতের ত্রাণ ও পুনর্বাসন সেক্রেটারি ও রাজশাহী-৩ পবা-মোহনপুর আসনের জামায়াতের এমপি প্রার্থী আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি এমাজউদ্দিন মন্ডল। ক্যাম্পে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল প্রফেসর ডা. ফাতেমা সিদ্দিকা। ক্যাম্পে ব্রেস্ট ক্যান্সার এবং বার্ন বিষয়ক সেশন পরিচালনা করেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. আফরোজা নাজনীন। স্কিন ক্যান্সার বিষয়ে আলোচনা করেন ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের প্রফেসর ডা. মরয়িম নেসা। জরায়ুমুখ ক্যান্সার বিষয়ে সেশন নেন একই হাসপাতালের গাইনী ও অবস্ বিভাগের সহকারী অধ্যাপক ডা. খাদিজাতুল কুবরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের প্রফেসর ড. শারমিন সুলতানা, রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল প্রফেসর ডা. ফাতেমা সিদ্দিকা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডা. ইসরাতুন্নাহার শিমু, সাবেক সংসদ সদস্য শাহানারা বেগম ও মহিলা জামায়াতের অঞ্চল পরিচালিকা সাবরিনা শারমিন বনি। দিনব্যাপী এই সচেতনতামূলক ক্যাম্প শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন মহানগর জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি শাহীনা খাতুন।


আরো খবর