পুঠিয়া মডার্ন কসমেটিকস এন্ড হারবাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি প্রসাধনী তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছে র্যাব-৫। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পুঠিয়ার বানেশ্বর বাজার সংলগ্ন একটি ভবনে এ অভিযান শুরু হয়।
কারখানার এক স্টাফ জানান, তাদের কারখানায় প্রায় ৫০ জন কর্মচারী কাজ করেন এবং বাসা-ভিত্তিক পরিবেশে কসমেটিকস উৎপাদন করা হয়। প্রতিষ্ঠানটির পরিচালক রাখি রায়হান বলেন, আমাদের লোশনের কোটার ক্যাপ খুলে যাচ্ছিল, সে কারণে আমরা নতুন কোটা নিয়ে এসে মোড়কজাত করেছি। তবে বিএসটিআই-এর অনুমোদন নেওয়া উচিত ছিল এটা আমাদের ভুল।
অভিযানে উপস্থিত পুঠিয়া ভূমি সহকারী কমিশনার শিবু দাস বলেন, এই কারখানার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ছিল। বিশেষ করে পণ্যে কম ওজন দেওয়া এবং ক্রিম-লোশন সঠিক নিয়মে উৎপাদিত হচ্ছে কিনা তা আমরা পরীক্ষা করে দেখছি। র্যাব-৫-এর উপ-পরিচালক আসিফ আল রাজেক বলেন, এখানে ব্যবহৃত কেমিক্যালের গুণাগুণ সঠিকভাবে মানা হচ্ছে না। পাশাপাশি এসব পণ্য অতিরিক্ত দামে বাজারে বিক্রি করা হচ্ছিল। কাগজপত্র যাচাই চলছে, বিস্তারিত পরে জানানো হবে।