• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

গোদাগাড়ীতে যুবলীগ নেতা গ্রেপ্তার

গোদাগাড়ী প্রতিনিধি
সর্বশেষ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
গোদাগাড়ীতে যুবলীগ নেতা গ্রেপ্তার
গোদাগাড়ীতে যুবলীগ নেতা গ্রেপ্তার

Advertisements

গোদাগাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামি কাকনহাট পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহীল কাফি (৫০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শেরাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল্লাহীল কাফি কাকনহাট শেরাপাড়া গ্রামের মাইনুদ্দিনের ছেলে। তিনি কাকনহাট পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, হামলার ঘটনার পর থেকেই কাফি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি এলাকায় ফেরার খবরে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। গোদাগাড়ী মডেল থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার আসামি হিসেবে আব্দুল্লাহীল কাফিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তার সম্পৃক্ততার পাশাপাশি আরও কয়েকটি অভিযোগের বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রের দাবি, আব্দুল্লাহীল কাফির সাথে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ওমর ফারুক চৌধুরীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ওই প্রভাবকে কাজে লাগিয়ে তিনি দলীয় গঠনতন্ত্রের নিয়ম ভেঙে কাকনহাট পৌর যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছিলেন। যদিও সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী ওই পদে অন্য একজন দায়িত্বপ্রাপ্ত ছিলেন।

এলাকাবাসীর মধ্যে কাফি গ্রেপ্তারের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন, দীর্ঘদিন ধরে তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় নানা অনিয়ম চালিয়ে আসছিলেন। তাদের দাবি, এতদিন তিনি পার পেয়ে গেলেও এবার আইনের আওতায় এসেছেন। গ্রেপ্তারকৃত যুবলীগ নেতার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি বর্তমানে বিচারিক প্রক্রিয়ায় রয়েছে।


আরো খবর