রাজশাহী কলেজে রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক তিনদিন ব্যাপী প্রশিক্ষণ ২০২৫ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে কলেজের শহীদ সাকিব আনজুম ভবনের ১০১ নং কক্ষে প্রশিক্ষন উদ্বোধন হয়।
টিচার ইনচার্জ ও দর্শন বিভাগের সহকারী অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও রাজশাহী কলেজ রেড ক্রিসেন্ট সোসাইটির দলনেতা রবিউল হাসান মিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথি রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর যহুর আলী প্রশিক্ষণ উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমের প্রশংসা করে কলেজ অধ্যক্ষ জানান, রাজশাহী কলেজের সংগঠনগুলোর মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটি অন্যতম। সেবাধর্মী এই সংগঠন বিভিন্ন দুর্যোগপূর্ণ পরিবেশে সেবা দিয়ে থাকেন। রাজশাহী কলেজ রেড ক্রিসেন্ট সোসাইটি তাদের মানবিক কার্যক্রমের মাধ্যমে কলেজের শিক্ষার্থীদের সহায়তা করছে। আমি এই সংগঠনের সেবামূলক কার্যক্রমের সফলতা বৃদ্ধির প্রত্যাশা করছি।
এসময় বিশেষ অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান রেজাউল করিম এবং ইউ এল ও মির্জা শামীম আহসান। এছাড়াও উপস্থিত ছিলেন টিচার ইনচার্জ ইতিহাস বিভাগের সহকারী শিক্ষক আল আমিন হক, সিটি ইউনিটের ও রাজশাহী কলেজ ইউনিটের যুব সদস্যরা।
১৮-২০ নভেম্বর পর্যন্ত তিনদিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় অনাকাঙ্খিত বিভিন্ন দূর্যোগ ও শারীরবৃত্তীয় বিভিন্ন দূর্ঘটনায় প্রাথমিকভাবে চিকিৎসা সম্পর্কিত প্রশিক্ষণ ও সাইবার বুলিং ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষণার্থীদের যেকোনো জরুরি মুহূর্তে প্রাথমিক চিকিৎসার জন্য প্রস্তুত করে তোলার প্রত্যয়ে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে পরিচালিত হচ্ছে।