• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

গোদাগাড়ীতে কিশোর খুনের হোতা গ্রেপ্তার

গোদাগাড়ী প্রতিনিধি
সর্বশেষ: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
গোদাগাড়ীতে কিশোর খুনের হোতা গ্রেপ্তার
গোদাগাড়ীতে কিশোর খুনের হোতা গ্রেপ্তার

Advertisements

গোদাগাড়ীতে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে কিশোর শিহাব শেখ (১৭) হত্যার ঘটনায় মামলার মূলহোতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। শনিবার দুপুরে নগরীর বেলপুকুর বাইপাস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রতন আলী (৩২) গোদাগাড়ীর হাজিবান্দুড়িয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। র‌্যার এর অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে ১৪ বছর বয়সী এক কিশোরীর সাথে ওইদিন সন্ধ্যায় দেখা করতে বের হয় সে। রাত আনুমানিক ৮টার দিকে গোদাগাড়ীর হাজিবান্দুড়িয়া মোড়ে পৌঁছালে ৮-৯ জন অজ্ঞাত হামলাকারী লাঠি ও লোহার রড দিয়ে অতর্কিত হামলা চালায়। বাঁচার জন্য শিহাব পাশের পুকুরে লাফ দিলে তাতেও রক্ষা পাইনি শিহাব। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। লাইফ সাপোর্টে থাকার পর ১ নভেম্বর দুপুরে তার মৃত্যু হয়।

এঘটনায় শিহাবের বাবা বাদী হয়ে গোদাগাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর র‌্যাব-৫ ছায়া তদন্ত শুরু করে। ৪ নভেম্বর একজন এজাহারনামীয়কে গ্রেফতারের পরও অন্য আসামিরা আত্মগোপনে ছিল। তবে প্রযুক্তি সহায়তায় তাদের অবস্থান নজরদারি চলছিল। গ্রেফতারকৃত আসামীকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব।


আরো খবর