• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাষ্ট্রবিজ্ঞান ডিবেটিং ক্লাবের আয়োজনে ফ্রেশার্স বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
রাষ্ট্রবিজ্ঞান ডিবেটিং ক্লাবের আয়োজনে ফ্রেশার্স বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
রাষ্ট্রবিজ্ঞান ডিবেটিং ক্লাবের আয়োজনে ফ্রেশার্স বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Advertisements

রাজশাহী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ পরিচালিত রাষ্ট্রবিজ্ঞান ডিবেটিং ক্লাবের ৭ বছরপূর্তি উপলক্ষে ফ্রেশার্স বিতর্ক প্রতিযোগিতা -২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১০১ নং কক্ষে উক্ত বিতর্ক প্রতিযোগিতাটি আয়োজিত হয়।

রাষ্ট্রবিজ্ঞান ডিবেটিং ক্লাবের সভাপতি ফারহান আহমাদ এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ উপাধ্যক্ষ ড. মোঃ ইব্রাহিম আলী।
এসময় তিনি বলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ রাজশাহী কলেজ এর একটি ঐতিহ্যবাহী বিভাগ। রাষ্ট্রবিজ্ঞান বিতর্ক ক্লাব এর একটি অন্যতম উদাহরণ। এ বিভাগ শিক্ষার্থীদের কেবল পুস্তকভিত্তিক শিক্ষাব্যবস্থার গন্ডি পেরিয়ে এমন সহশিক্ষামূলক সংগঠন পরিচালনা করছে। রাষ্ট্রবিজ্ঞান ডিবেটিং ক্লাব তার কার্যক্রম আরও সুন্দরভাবে পরিচালনা করে এই রাষ্ট্রবিজ্ঞান বিভাগকে পুরো রাজশাহী কলেজে সেরা বিভাগ হিসেবে প্রমাণ করবে এই প্রত্যাশা রাখছি।

এসময় অনুষ্ঠানে রাষ্ট্রবিজ্ঞান ডিবেটিং ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ তায়েজুল ইসলাম। এছাড়াও ক্লাবটির প্রধান উপদেষ্টা প্রফেসর মোঃ গোলাম মুজতবা সহ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন। এছাড়াও রাষ্ট্রবিজ্ঞান ডিবেটিং ক্লাবের সদস্যরাসহ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের উপস্থিতি বিতর্ক প্রতিযোগিতাটিকে প্রাণবন্ত করে তোলে।

উক্ত বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন রাজশাহী কলেজ মিরর ডিবেটিং ক্লাবের সভাপতি শাহরিয়ার কবির শেখর, সাধারণ সম্পাদক নূর শামীম এবং রাষ্ট্রবিজ্ঞান ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি মোঃ রুহুল আমিন। সংসদীয় পদ্ধতিতে অনুষ্ঠিত এই বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সরকারি দল হিসেবে বিতার্কিক দলের হয়ে লড়েন ফারজানা ইসলাম, ইসরাত জেরিন এবং মোঃ সাকিব হোসেন। বিরোধি দল হিসেবে দাবানলের তিন প্রতিযোগী হিসেবে এসময় বিতর্কে লড়েন ফরহাদ রেজা, রাতুল হোসেন এবং সুবর্ণা আক্তার।

বিতর্কে ৩-০ ব্যালটে জয়লাভ করেছে বিরোধী দল দাবানলের বিতার্কিকরা। সেরা বিতার্কিকের সম্মাননা অর্জন করেছে বিজয়ী দলের বিতার্কিক মোঃ রাতুল ইসলাম। ৮ম বছরে পদার্পন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতা ছাড়াও রাষ্ট্রবিজ্ঞান ডিবেটিং ক্লাব এর প্রাক্তন কার্যনির্বাহী পরিষদের বিদায় এবং নবগঠিত কার্যনির্বাহী পরিষদকে বরণ করে নেয়া হয়েছে।

উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাষ্ট্রবিজ্ঞান ডিবেটিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক মিফতাহুল জান্নাত। পুষ্পস্তবক দিয়ে অতিথিদের বরণ, কেক কেটে উদযাপন, শিক্ষক-শিক্ষার্থীদের ক্লাব ঘিরে আবেগঘন বক্তব্য পর্ব কার্যক্রমের বিভিন্ন পর্বে আয়োজিত ছিল। সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম সমাপ্তি ঘোষনা করা হয়।


আরো খবর